এক নজরে আইএমটি, সিরাজগঞ্জ।
০১ ইনস্টিটিউটের নাম ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি।
০২ ঠিকানা মুলিবাড়ি, সয়দাবাদ, সিরাজগঞ্জ-৬৭৫০।
০৩ মৌজা দুখিয়াবাড়ী।
০৪ জমির পরিমান ২.৫০ একর।
০৫ প্রাতষ্ঠিানকি ভবন সংখ্যা ৪ টি (মসজিদসহ)
একাডেমিক ও প্রশাসনিক ভবন
অধ্যক্ষ ও উপাধ্যক্ষ বাসভবন
ছাত্রাবাস
ছাত্রীনিবাস
নবনির্মিত মসজিদ।
০৬ ভিত্তি প্রস্তর ১৪-০৭-২০১১ খ্রিঃ
০৭ প্রথম ক্লাশ শুরু ২৬-০৮-২০১৪ খ্রিঃ
০৮ শুভ উদ্বোধন ০৮-০৫-২০১৫ খ্রিঃ
০৯ ক্লাশ রুম ১৫ টি
১০ ওয়ার্কশপ/ল্যাব ১৩ টি
১১ কনফারেন্স হল ১ টি
১২ টিচার্স কক্ষ ২ টি
১৩ লাইব্রেরী ১ টি
১৪ জনবল মঞ্জুরকৃত: ৬৬টি, পূরুণকৃত: ৪৪টি, শূন্য: ২২টি।
১৫ ছাত্র হোস্টেল (৬ তলা ভিত্তির উপর ৪তলা পর্যন্ত) ১ টি (১৪৪ সীট বিশিষ্ট)
১৬ ছাত্রী হোস্টেল ১ টি (৬ তলা ভিত্তির উপর ৬ তলা ভবন) সীট সংখ্যা ৭৫ টি)
১৭ চলমান কোর্সে নাম(৪ বছর মেয়াদি) (ক) ডিপ্লোমা-ইন ইঞ্জিনিয়ারিং (মেরিন টেকনোলজি)
(খ) ডিপ্লোমা-ইন ইঞ্জিনিয়ারিং (শীপবিল্ডিং টেকনোলজি)
পরিচালিত প্রশিক্ষণ কার্যক্রমঃ
* ডিপ্লোমা ইন মেরিন টেকনোলজি (০৪ বছর মেয়াদী)
* ডিপ্লোমা ইন শীপ বিল্ডিং টেকনোলজি (০৪ বছর মেয়াদী)
* কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন (০৬ মাস মেয়াদী)
* প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং (০৬ মাস মেয়াদী)
* ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং (০৬ মাস মেয়াদী)
* সিএনসি মেশিন অপারেশন (০৬ মাস মেয়াদী)
* অটোক্যাড (০৪ মাস মেয়াদী, সকাল ও বিকাল শিফট্)
* ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন (০৪ মাস মেয়াদী, সকাল ও বিকাল শিফট্)
* মেশিন সপ প্রাকটিস (০৪ মাস মেয়াদী, সকাল ও বিকাল শিফট্)
* জাপানিজ ভাষা শিক্ষা কোর্স (০৬ মাস মেয়াদী)
* ইংলিশ ভাষা শিক্ষা কোর্স (০২ মাস মে
* মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স (০৪ মাস মেয়াদী, সকাল ও বিকাল শিফট্)
* প্রাক-বহির্গমন ওরিয়েন্টেশন (০৩ দিন ব্যাপি)
ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি, সিরাজগঞ্জে ইতিমধ্যে নি¤œ লিখিত কার্যক্রমগুলো সম্পন্ন করা হয়েছেঃ
০১ উর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক নির্দেশে অধ্যক্ষ/উপাধ্যক্ষের বাসভবনে নিরাপত্তা বিধান করে ছাত্রী হোস্টেলের অস্থায়ী ব্যবস্থা।
০২ নতুন সিলেবাস মোতাবেক ১ম, ২য় ও ৩য় পর্বের পরীক্ষার ফলাফল তৈরীর জন্য সফটওয়্যার ক্রয়।
০৩ অত্র ইনস্টিটিউটে imt.sirajganj.gov.bd নামীয় নিজস্ব ওয়েব সাইট চালু করা হয়েছে।
০৪ বিষয় ভিত্তিক শিক্ষক না থাকাতে অত্র ইনস্টিটিউটে বিএমইটি কর্তৃক বিষয় ভিত্তিক শিক্ষকের ব্যবস্থা করা হয়েছে। (যেমনঃ নেভাল আর্কিটেকচার, পেটি অফিসার, হিসাব বিজ্ঞান ইত্যাদি)
০৫ ট্রেনিং ক্যালেন্ডার (বাকাশিবো হতে নতুন একাডেমিক ক্যালেন্ডার পাওয়া মাত্রই তার সাথে সামঞ্জস্য করে নতুন ট্রেনিং ক্যালেন্ডার প্রস্তুত করা হবে)।
০৬ মাটি ভরাট করে গাছের পরিচর্যা ব্যবস্থা ।(এই বর্ষায় নতুন গাছের চারা লাগানো হবে)।
০৭ হোস্টেলে ডাইনিং ও টিভিসহ কমন রুমের সুুব্যবস্থা ।
০৮ ওয়ার্কশপ এর ভিতরে ও বাইরে লার্নি পোস্টার এবং ফ্লো-চার্ট প্রদর্শনের বিষয়টির কার্যক্রম চলমান আছে।
০৯ অঝঝঊঞ প্রকল্পের আওতায় স্কিল কম্পিটিশনে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ।
১০ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রশিক্ষণার্থীদের যথাসময়ে জব ট্রেনিং এর ব্যবস্থা করা।
১১ জাতীয় দিবসসমূহ যথাযথ মর্যাদায় পালন।
১২ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থা।
১৩ দেয়াল পত্রিকা ও আলপনা শিক্ষণের ব্যবস্থা । বহিরাগতদের /ছাত্র-ছাত্রীদের নিজস্ব কোন পোষ্টার বা নোটিশের জন্য সীমানা প্রাচীরের কাছে বোর্ড স্থাপন।
১৪ ক্যাম্পাসে সৌন্দর্য্য রক্ষার্থে নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম চলমান।
১৫ ইনস্টিটিউটের সামনের গেইটে নাম ফলক স্থাপন ।
১৬ কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য একটি মসজিদ নির্মাণ করা হয়েছে।
১৭ কর্মকর্তা-কর্মচারীদের ডিজিটাল হাজিরা নিশ্চিত কল্পে ফিঙ্গার প্রিন্ট ডিভাইস স্থাপন।
১৮ বিভিন্ন শিল্প কারখানার সাথে যোগাযোগ স্থাপন করে জব/কর্মসংস্থানের ব্যবস্থা করা।
ভবিষ্যত কার্যক্রমঃ
* ছাত্র-ছাত্রীদের জন্যও অনুরূপ ডিজিটাল হাজিরা নিশ্চিত করা হবে। (অনুপস্থিত শিক্ষার্থীর অভিভাবকের মোবাইলে এসএমএস প্রেরণের সিস্টেম সহ)
* অধ্যয়নরত শিক্ষার্থীদের এবং ছাত্রাবাসে বসবাসকারী ছাত্রের পূর্ণাঙ্গ তথ্যসহ ডাটাবেজ তৈরী করা হবে।
* সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে Real Time ব্যবস্থা চালু করা হবে।
* বিএমইটি হতে প্রদত্ত নমুনা অনুযায়ী ২১' X ৩.৫' সাইজের একটি বড় নাম ফলক তৈরী করা হবে।
* প্রতি কোর্সের প্রতি বৎসরের জন্য অন্তত ০১ টি করে মাল্টিমিডিয়া ক্লাশ রুমের ব্যবস্থা করা।
* বিবিধ বিষয় সমূহঃ
* টেকনোলজি/বিষয় ভিত্তিক ইন্সট্রাক্টর নিয়াগ প্রদান।
০১ লাইব্রেরীতে পর্যাপ্ত সংখ্যক ডিপার্টমেন্টাল বই।
০২ আইএমটি-তে একটি শহীদ মিনার নির্মান।
০৩ ওয়েল ইক্যুইটমেন্ট সহ একটি ব্যায়ামাগার প্রস্তুত।
০৪ ইনস্টিটিউটের কাঙ্খিত নিরাপত্তা ব্যবস্থার জন্য স্বীকৃত কোন সিকিউরিটি কোম্পানী হতে প্রশিক্ষণ প্রাপ্ত সিকিউরিটি আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ প্রদান্
০৫ আধুনিক মেশিনারী সরবরাহসহ সংশ্লিষ্ট প্রশিক্ষকদের দেশে / বিদেশে প্রশিক্ষণ প্রদান।
০৬ ইনস্টিটিউটে একটি হেলথ কর্নার /স্বাস্থ্য সেবা কেন্দ্র স্থাপন এবং ডাক্তার/ নার্স/ কম্পিউটার নিয়োগ প্রদানের ব্যবস্থা করণ।
০৮ পুরো ক্যাম্পাসে Wi-Fi ব্যবস্থা চালু করা।
০৯ একাডেমিক ভবনের সামনের খালি জায়গায় একটি কৃত্রিম ছোট লেক তৈরী করে তাতে একটি জাহাজের রেপ্লিকা/ মডেল স্থাপন এবং পানির ফোয়ারার ব্যবস্থা করা।
১০ মেরিন ক্যাডেট হিসেবে ভবিষ্যতে বিদেশগামী জাহাজে চাকুরী পেতে পারে সেজন্য একজন প্রশিক্ষণ প্রাপ্ত বিপিএড প্রশিক্ষক নিয়োগের ব্যবস্থা করা।
১১ স্কাউটিং এর ব্যবস্থাকরণ।
মহা-পরিকল্পনার অংশ হিসাবে যা যা করা প্রয়োজন ঃ
০১। কর্মকর্তা-কর্মচারীদের নিকটস্থ জায়গা অধিগ্রহণ করে আবাসন ব্যবস্থার পরিকল্পনা করা।
০২। শিক্ষার্থীদের জন্য ০১ টি খেলার মাঠ।
০৩। একাডেমিক ভবনের ভার্টিক্যালি বর্ধিতকরণ।
০৪। ছাত্রাবাস ভবনের ভার্টিক্যালি বর্ধিতকরণ।
চ্যালেঞ্জ সমূহঃ
০১। রাজনীতি, মাদক ও জঙ্গী মূক্ত শিক্ষাঙ্গন ধারন করা।
০২। কোর্স সমাপান্তে ডিগ্রীপ্রাপ্তদের কর্মসংস্থানের জন্য সহায়তা করতে না পারা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস